॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম কে কেন্দ্রীয় যুবদলের উপজাতী বিষয়ক সম্পাদক করায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও সায়েমকে সংবর্ধনা দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতাকর্মীরা সায়েমকে ফুলেল সংবর্ধনা দেন। সামাবেশে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
এসময় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর নবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানার সদস্য সচিব মো. রহিম উদ্দীন ও পৌর শাখার সদস্য সচিব কামাল উদ্দিন। আনন্দ মিছিলে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেছে।