এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইডের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

96

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইডে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনটির ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. শাহজাহান।

সংগঠনটির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রাকিবের সঞ্চালনায় যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকসহ এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনার পর অতিথিরা প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কাটেন।