॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগে এবার জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্র দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বিকাল ৪টায় জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের কাছে অভিযোগপত্র দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
বুধবার বেলা ৩টার দিকে রাবিপ্রবির নিজস্ব চারটি বাসযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলাপ্রশাসক কার্যালয় চত্বরে আসে। এসময় শিক্ষার্থীরা শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের ‘অপসারণ’ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা মুজিবুর রহামনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম ও কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।
এই দুই পুলিশ কর্মকর্তার দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর তাদের অনুরোধে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া বন্ধ রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের ভিসি ম্যামকে অপমান করা হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ আচরণ করেছেন। আমরা ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণসহ তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
ঘন্টাখানেক অবস্থান কর্মসূচীর পর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলাপ্রশাসকের কাছে অভিযোগপত্র প্রদান করেন।
অভিযোগপত্র প্রদানকালে শিক্ষার্থীরা ডিসি মোহাম্মদ মিজানুর রহমানের কাছে গতকালের ঘটনাসহ প্রধান শিক্ষক মুজিবুর রহমানের নানা কৃতকর্ম তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে যায়।
এসময় জেলাপ্রশাসক শিক্ষার্থীদের অভিযোগপত্রটি মাউশি কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য এডিসি (সার্বিক)’কে নির্দেশ দিয়েছেন।