রাঙামাটিতে বঙ্গবন্ধুর জন্মদিন ঘিরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বর্ণাঢ্য আয়োজন

112

॥ স্টাফ রিপোর্টার ॥

প্রতি বছরের ন্যায় এবারো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা। শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত রাজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ এমরান রোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাধন মনি চাকমা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা যুবলীগের সহ-সভাপতি আশিষ কুমার চাকমা নব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

আলোচনা সভার পর প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি অন্যান্য অতিথি ও শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।

এরপর অতিথিরা গত ১৫ মার্চ অনুষ্ঠিত চিত্রাংকন, সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীসহ মোট ৮০জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেরিলিন এনি মারমা। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি মনসুর আহমেদ জানিয়েছেন- প্রতিযোগিতায় যারা ১ম ও ২য় স্থান অধিকার করেছে। তারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।