১২ এপ্রিল ২০২৩, বুুধবার- ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।
স্টাফ রিপোর্ট : জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মঙ্গলবার রাতে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে ইšেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের ব্যাক্তিবর্গ। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় মোঃ তাজুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের চিকিৎসা সেবায় জাফরুল্লাহ চৌধুরীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। এই মৃত্যুতে দেশবাসী একজন অনুকরণীয় আদর্শ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে হারালো বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন মোঃ তাজুল ইসলাম।
অন্য এক শোক বার্তায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধকালে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় অসাধারণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার এ অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও ডা: জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন। জাতীয় পার্টির দপ্তরসম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষ্যরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন আমাদেও জাতীয় জীবনে সাম্প্রডুশ কালের সকল সমস্যা ও সংকটে ডা: জাফরুল্লাহ চৌধুরী জাতির বিবেক হিসাবে সত্য ও ন্যায়ের সপক্ষে বলিষ্ঠ ভ‚মিকা পালন করেছেন। এদেশের জাতীয়
স্বার্থেও অনুক‚ল জাতীয় ঔষধনীতি প্রচলন থেকে শুরু কওে সকল জাতীয় ইস্যুতে নির্ভীক সৈনিকেরমত তিনি জনগণের স্বার্থেও পক্ষে কথা বলেছেন।
শোক জানিয়েছেন ‘ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট’ এর সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ, সাধারণ সম্পাদক ডা. এম এইচ ফারুকী। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। বাংলাদেশ জনকল ̈াণ পার্টির(বাজপা) সভাপতি ওবায়দুল হক পীরজাদা।
আপলোড ও সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি




























