আলীকদমে মা ও শিশু স্বাস্থ্যতথ্য বইয়ের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

136

॥ আলীকদম প্রতিনিধি ॥

আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে মা ও শিশু স্বাস্থ্যতথ্য বইয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৮মে) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ অংচালু সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব নাসরিন পারভীন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়েইব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম. দিদারুল আলম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ বেলাল উদ্দিন আহমেদ প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন গর্ভবতী মা, বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ড. সাফি ভূইয়ার সঞ্চালনায় মাষ্টার ট্রেইনার ছিলেন ব্রাক ইন্টারন্যাশনালের প্রাক্তন সিনিয়র ম্যানাজার ডাক্তার তামজিদা হানফী। আলোচক ছিলেন আজিমপুর মাতৃসদনের সিস্টার টিউটর সৈয়দা মাহবুবা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সহায়তায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে জিরো হোম ডেলিভারি নিশ্চিত করতে মা ও শিশু তথ্য বইয়ের স্মার্ট পাইলট কার্যক্রম শুরু হয়। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সাফি ভূইয়ার কারিগরি সহায়তায় এ স্মার্ট প্রকল্প চালু হয়।