কাপ্তাইয়ে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন

92

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটির কাপ্তাইয়ে টিসিবি পণ্য নিতে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা। এবার নতুনভাবে পণ্যর সাথে ৫কেজি করে চাল যুক্ত করা হয়েছে। শনিবার (২২জুলাই২৩) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পযন্ত কাপ্তাই উচচ বিদ্যালয় মাঠের এক কোনে লাইন ধরে টিসিবির পণ্য ক্রয় করতে দেখযায়। কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ও ৬ নং ওয়ার্ডের ১ হাজার ১৩৯ জন অসহায় ও দুস্থ কার্ডধারীদের মাঝে বাণিজ্য মন্ত্রণালয়ের সরবরাহকৃত টিসিবি পণ্য বিক্রি করা হয়। এবং একইদিন ৩নং চিৎমরম ইউপিতে ৬৫০জনকে এ পণ্য দেয়া হয়।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, সর্বমোট ৪শ’ ৭০ টাকা মূল্যে প্রতিজন টিসিবির কার্ডধারীকে ২ শত টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ১ শত ২০ টাকার বিনিময়ে ২ কেজি মশুর ডাল এবং ১ শত ৫০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল বিক্রি করা হয়।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ টিসিবির পণ্য উদ্বোধন করে। এসময় কাপ্তাই উপজেলা আ’লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,ইউপি সদস্য মহিম উদ্দিনসহ অন্যান্য মেম্বার গণ উপস্থিত ছিলেন। ডিলার কাঞ্চন চৌধুরী জানান টিসিবির পণ্যর সাথে নতুনভাবে ৫কেজি চাল দেওয়ার ফলে দীর্ঘ লাইন ও সময় একটু বেশি লেগেছে।