॥ স্টাফ রিপোর্টার ॥
নানিয়ারচরে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তার হঠাৎ করে বিনা নোটিশে সড়কের একপাশ থেকে সরিয়ে অন্যপাশে নিয়ে গেছে বিদ্যুৎ বিভাগ। এতে ঝুঁকিতে পড়েছে স্থানীয় অধিবাসিরা। হাই ভোল্টেজ পরিবাহি এই লাইনটি পুরো রাস্তায় সড়কের উত্তর পাশ দিয়ে সঞ্চালন করা হলেও হঠাৎ কি কারণে বা কার স্বার্থে জনবহুল ওই এলাকায় পথচারীদের ঝুঁকিতে ফেলে দক্ষিণ পাশে সরানো হলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
দীর্ঘদিন যাবত এই লাইন সঞ্চালনা করা হলেও মঙ্গলবার আকস্মিকভাবে লাইনটি সরিয়ে জনবহুল সড়কে আড়াআড়ি করে দেওয়া হয়েছে। এ নিয়ে নানিয়ারচরে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ আড়াআড়িভাবে শুধুমাত্র এক খুটির লাইন খুলে অন্যপাশে নেওয়ায় ঝুঁকি কয়েকগুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। উপরন্তু নানিয়ারচর বাজারের ওই এলাকাটি দীর্ঘদিন যাবত সি এন জি স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
একজন সি এন জি চালক জানান, উত্তর পাশের দুটি খুটির তার দক্ষিণ পাশে নিয়ে লাগানোর কারণে এখন এখানে সি এন জি রাখতে এবং চলাচল করতে আতঙ্কে আছি। এলাকাবাসী তারগুলো পূনরায় আগের খুটিঁতে লাগিয়ে দেয়ার দাবি জানিয়েছে। সাধরণ মানুষের দাবি, জনগণকে ঝুঁকিতে ফেলে এই কাজটি ব্যক্তি স্বার্থে করা হয়েছে।
বিষয়টি নিয়ে নানিয়ারচর ও কাউখালী উপজেলা নির্বাহি কর্মকর্তার দায়িত্বে থাকা সৈয়দা সাদিয়া নূরীয়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আমি বর্তমানে কাউখালীতে রয়েছি। তবে বিষয়টি আমি অবগত হওয়ার পর সাথে সাথেই খোঁজ খবর নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলেছে, জনসাধারণের সমস্যা হলে তারা পূনরায় তার প্রতিস্থাপন করে দিবে।
নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা জানান, এই বিষয়টি জানতে পেরেই আমি ঘটনা স্থলে যাই এবং হাজারি তার এপাশ ওপাশ করার বিষয়টি সরেজমিনে দেখে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর সাথে কথা বলি। তিনি চট্টগ্রামে আছেন, সেখান থেকে এসেই এই তার পুণস্থাপন করে দিবেন বলে আমাকে জানিয়েছেন।