রাঙামাটি গাউসিয়া কমিটির মাসিক গিয়ারভী শরীফ

168

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে হযরত আবু বকর সিদ্দিক (রাদিয়াল্লাহু তায়ালা আনহুর)-এর বার্ষিক ওরশ শরীফ ও জমাদিউস সানি মাসের মাসিক গিয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে রোববার বাদে মাগরিব রিজার্ভ মূখের খানকা শরীফে এই ওরশ ও গিয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়।

জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি হাজী জানে আলম সওদাগরের সভাপতিত্বে জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, সহ সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, পুলিশ সদর সার্কেলের অফিসার মোঃ আলমগীর, জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও সহকারী ইমামগণ উপস্থিত ছিলেন।

বাদে মাগরিব হতে খতমে গাউসিয়া শরীফ,মিলাদ ও আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।