মাতাল ডাক্তারের গাড়ীর ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

98

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি’র পানছড়ি বালিকা স্কুলের গেইটের সামনে শিশু বিশেষজ্ঞ ডাঃ রাজেন্দ্র ত্রিপুরার প্রাইভেট-কার এর ধাক্কায় অটো-রিক্সা চালক নিহত হয়েছে। নিহত টমটম চালকের নাম সুশান্ত চাকমা (৪৫)। খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি সড়কের পোড়াবাড়ি এলাকায় সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির শিশু বিশেষজ্ঞ ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা মদ খেয়ে মাতাল অবস্থায় প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১৫-৭০৬১) ড্রাইভ করার সময় পানছড়ি থেকে আসার সময় অটোরিকশাকে ধাক্কা দিলে অটো-রিক্সাটি প্রায় ২০ হাত দূরে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই অটো রিক্সার চালক নিহত হয়। নিহত সুশান্ত চাকমা (৪৫) পানছড়ি উপজেলার সত্যধন পাড়া গ্রামের বিক্রম সেন চাকমার ছেলে।

দূর্ঘটনায় পাইভেটের ধাক্কায় অটোরিক্সাটি ভেঙে চুরমার হয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা চালককে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খাগড়াছড়ির পানছড়িতে একটি মেডিকেল টিমের সাথে চিকিৎসা কাজ শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খাগড়াছড়ির সিভিলি সার্জন ডা: ছাবের।

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিক করে পানছড়ি থানার ওসি ভারপ্রাপ্ত সফিউল আজম জানান,গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহত ডা: রাজেন্দ্র ত্রিপুরা পানছড়ি হাসপাতালে রয়েছে।