॥ স্টাফ রিপোর্টার ॥
অন্যান্য বছরের ন্যায় এবারও ভেদভেদী স্পোটিং ক্লাবের উদ্যোগে ভেদভেদীতে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভেদভেদী শেখ রাসেল স্মৃতি পাঠাগারে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ গঠনে জরুরী সভা অনুষ্ঠিত হয়। ভেদভেদী স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল মাওলার সভাপতিত্বে ও অন্যতম প্রতিষ্ঠাতা এইচ এম আলাউদ্দীনের সঞ্চালনায় সভায় ভেদভেদী স্পোটিং ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে এইচ এম আলাউদ্দীন কে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব ও আজগর আলীকে অর্থ সচিবের দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম আহবায়ক- আরিফুল মাওলা, আনন্দ বড়–য়া, রূপন দে, তাপস বড়–য়া ও ইকবাল হোসেন।
সদস্য- রাশেদ, ওয়াসিম, মানিক, নিজাম উদ্দীন, এনামুল হক বাঁচা, শিমুল দাশ, রুবেল মল্লিক, ইসমাইল হোসেন বিপ্লব, রেজাউল করিম রিপন, মো ওয়াসিম, সূর্য কুমার চাকমা, রিটন চাকমা, সুমন বড়–য়া, শাহাদাত হোসেন, সাইফুল উদ্দীন, রনি ঘোষ, রুবেল দেব, রুপম দে, মিশুক দেবনাথ, মোঃ ইউসুফ, নাজিম উদ্দীন, নেসার, জিকু দাশ, রনি হোসেন, মোঃ জসিম, আকাশ কুমার দে, মোঃ রানা ও করিম মাওলা।
সভায় বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচীর মধ্যে আনন্দ শোভাযাত্রা, বাঙ্গালীর ঐতিহ্য পান্তা ভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।