॥ স্টাফ রিপোর্টার ॥
পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নিতে শহরের ভেদভেদীর হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার এতিম শিশুদের সাথে ইফতার করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। শনিবার বিকেলে তিনি মাদ্রাসার অর্ধ শতাধিক এতিম শিশুদের জন্য ইফতার নিয়ে হাজির হন ডিসি।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম, সহকারি কমশিনার দ্বীন আল জান্নাত, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দীক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, পরিচালক মুফতি মো. একরামুল হাসান, মসজিদের ইমাম মাওলানা মো. সোলেমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মাদ্রাসা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।