॥ রাজস্থলি প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজস্থলি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ আহম্মদ এবং সেক্রেটারী হলেন রেজাউল করিম। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলায় অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে দলের নতুন কমিটি গোষণা করা হয়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার সেক্রেটারী মো মনছুরুল হক কমিটির সবাপতি সেক্রেটারীসহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
রাজস্থলী উপজেলা সদরে অবস্থিত স্থানীয় জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা বায়তুলমাল সেক্রেটারী আবু তানভীর ও চন্দ্রঘোনা থানা জামায়াতের আমীর আহনাফ বাশীর।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা কমিটি ঘোষণা ছাড়াও উপজেলার ইউনিয়নগুলোর নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো ইলিয়াছ ও বায়তুলমাল সেক্রেটারী মো হানিফ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মনছুরুল হক বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশের আনাচে কানাচে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার যে অবারিত সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। এজন্য নতুন কমিটিকে আগের চেয়ে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় জেলা সেক্রেটারী নেতৃবৃন্দকে এলাকার মানুষের সুখে দুখে সর্বদা পাশে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, এদেশকে ভারতের তাবেদারী রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী অবৈধ হাসিনা সরকারের পতন হয়েছে। এজন্য ছাত্র জনতার গণ বিপ্লবের চেতনার কথা স্মরণ রাখতে হবে।