॥ স্টাফ রিপোর্টার ॥
লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল আলীম বলেন, জামায়াত নিছক ক্ষমতার রাজনীতি করে না, বরং সমাজে ন্যায়- নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, জামায়াতের এই আদর্শ আমরা সমাজের সকল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে পারলে এ দেশে ইসলামী বিপ্লব কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
সম্মেলনের শেষ পর্যায়ে আগষ্ট বিপ্লবে আহত ছাত্র আমান উল্লাহ আমানকে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় আহত ছাত্র আমান উল্লাহ বলেন, জীবন বাজি রেখে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে নিজের দুই চোখ হারিয়েছি। এরপর শান্তি লাগছে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।
জামায়াতে ইসলামী ভাসান্যাদম ইউনিয়ন শাখার আমির মো. আলাউদ্দীন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার নায়েবী আমির মাও: মো. জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারী মো. মনছুরুল হক, লংগদু উপজেলার আমির মাও: মো. নাছির উদ্দীন, উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাও: এ এল এম সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাও: মো. শিহাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল হক, বগাচত্তর ইউনিয়নের আমির ডা: মো. ছিদ্দিকুর রহমান খোকন এবং জুলাই- আগষ্ট বিপ্লবে আহত ছাত্রনেতা আমান উল্লাহ আমানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দগণ ।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার নায়েবী আমির মাও: মো. জাহাঙ্গীর আলম বলেন, অন্যায়, অবিচার করার জন্য ফেরআউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব ধ্বংস হয়েছিলো। হাসিনা ক্ষমতায় এসে ৭২ জন সেনা অফিসারকে পরিকল্পনা করে হত্যা করেছিলো। শাপলা চত্তরে হেফাজত ইসলামের সমাবেশে আলেম ওলামাদের হত্যা করেছিলো।
জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা সেক্রেটারী মো. মনছুরুল হক বলেন, হাসিনা ভোটবিহীন অবৈধ ভাবে ক্ষমতা কুক্ষিগত করেছিলো। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিলো। দেশে দুর্নীতি, লোপাট চালিয়েছে। একই কারণে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।