॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সংগঠনটির উপজেলা আমীর-সেক্রেটারি ও দায়িত্বশীলদের নিয়ে পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর ছাদেক।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২.৩০টায় জামায়াতের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম। জেলা সেক্রেটারি মো: মনছুরুল হক এর পরিচালনায় এ সময় জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, সঠিক পরিকল্পনাই কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌছে দিতে হবে। পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে ১৮ কোটি মানুষের আকাঙ্খার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের তৃণমুল পর্যায়ে নিবিড় তত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল আলীম বলেন, আমরা নিজেদের সকল মের্ধ ও শ্রমের বিনিময়ে রাঙামাটি জেলার প্রত্যকটি পরিবারে ইসলামের সুমহান আদর্শ ইসলামের দাওয়াত পৌছে দিতে একযোগে কাজ করবো ইনশাআল্লাহ।