রাঙামাটিতে জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. নজরুল ইসলাম (লেদাবালী) কে আদালত জেল হাজতে প্রেরণ করেছে।
বাদী তবলছড়ি এডিসি কলোনির ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আব্দুস সালাম (ড্রাইভার) মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, নজরুল ইসলাম তার আপন মামা আব্দুস সালামের মায়ের (নিজের নানির) বন্দোবস্তি জমি নিজের নামে নেয়ার জন্য মৃত ব্যক্তির মৃত্যু সনদ জালিয়াতি করেন।
দীর্ঘদিন ধরে চলমান মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর রবিবার আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন এবং বিবাদীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।