॥ স্টাফ রিপোর্টার ॥
এনসিপির রাজনীতিকে বিদায় জানিয়েছেন রাঙ্গামাটি জেলা জাতাীয় ছাত্র সংগঠক সর্বজিৎ চাকমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এনসিপির রাজনীতি বিদায়ের ঘোষণা দেন তিনি।
রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫মিনিটে নিজ ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এনসিপি ছাড়ার কারণ হিসেবে ‘অসুস্থতা ও মানসিক চাপের’ কথা উল্লেখ করেছেন।
ফেসবুকে সর্বজিৎ লিখেছেন, আমি সর্বজিৎ চাকমা।
আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র শক্তি’র একজন কর্মী ও সংগঠক হিসেবে কাজ করেছি। ছাত্র, সমাজ ও দেশের কল্যাণে নিজের সর্বোচ্চ শ্রম ও সময় দেওয়ার চেষ্টা ছিল সবসময়।
এর আগে, জীবনের এক পর্যায়ে আমি পার্বত্য অঞ্চলের একটি আঞ্চলিক রাজনৈতিক দলের কিছু কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। তখনও উদ্দেশ্য ছিল নিজ অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং সমাজের জন্য ভূমিকা রাখা।
বর্তমানে আমি সম্পূর্ণভাবে জাতীয় রাজনীতির পথেই সক্রিয় ছিলাম।
কিন্তু গত কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ একইসাথে আমাকে গভীরভাবে বিপর্যস্ত করে তুলেছে। শরীরের শক্তি কমে যাওয়া, দীর্ঘসময় কাজ করতে না পারা, ক্লান্তি ও অসুস্থতার মতো বিষয়গুলো আমার দৈনন্দিন জীবন ও সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। একইসাথে মানসিক স্বাস্থ্যের অবনতি আমার চিন্তা-চেতনা, কাজের গতি এবং ব্যক্তিগত শান্তিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নিজেকে সুস্থ না রাখতে পারলে, জনগণ বা সমাজের জন্য দীর্ঘমেয়াদে সঠিকভাবে কাজ করা সম্ভব নয়। তাই নিজের জীবন, পরিবার, শরীর ও ভবিষ্যৎ ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে আজ থেকে আমি সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও রাজনৈতিক পরিচয় থেকে নিজেকে সম্পূর্ণ প্রত্যাহার করছি।
শেষ পোস্টে তিনি লিখেন, একজন সাধারণ ছাত্র ও মানুষ হিসেবে সুস্থ থাকার লড়াই নিয়ে সামনের পথ চলতে চাই। “বিদায় রাজনীতি”
এ বিষয়ে জানতে সর্বজিৎ চাকমার মুঠোফোন এলাধিকবার কল দিলেও ফোন ধরেননি।



























