রাঙামাটিতে গরুর মাংসের দাম ৪৫০ টাকাই থাকবে

375

 

॥ স্টাফ রিপোর্টার ॥

স্থানীয় বাজারে গরুর মাংসের লাগামহীন দামবৃদ্ধির অভিযোগে আইনশৃঙখলা সভায় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান আশ্বস্থ করে বলেন, গরুর মাংসের দাম যা নির্ধারন করা হয়েছিল তাই থাকবে অর্থাৎ হাড্ডিসহ ৪৫০ টাকা এবং হাড্ডিছাড়া ৫৫০ টাকা। ব্যবসায়িদের সাথে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছিল। এই দামের বাইরে গিয়ে ব্যবসায়িরা বেশি দামে বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মে মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বাজারে লাগামহীন গরুর মাংসের দাম বৃদ্ধির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এসব কথা বলেন। তিনি বলেন, নির্ধারন করে দেয়া দামেই গরুর মাংস বিক্রি করতে হবে। যদি ব্যবসায়ীদের না পোষায় তাহলে তারা ব্যবসা করবেন না। আর ক্রেতারা যদি ঐ দামে কিনতে না পারেন সেটা ক্রেতাদের বিষয়। তবে কোন অবস্থাতেই দাম বৃদ্ধির সুবিধা নিতে পারবে না। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ঐ ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।