খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপ অভিযান

585

॥ খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফল প্রদর্শনী। দিনটি উপলক্ষে বুধবার খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে সেখানে বেলুন ও কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মোঃ আলী আহম্মদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউসার হোসেন বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপ পরিচালক তরুণ ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন। পরে টাউন হল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯ জুলাই থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। মেলায় জেলা-উপজেলার কৃষি বিভাগ, নার্সারীর মালিকরা মেলায় অংশ নেন। খাগড়াছড়ি বিভাগীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করে।