বনযোগিছড়া ইউনিয়নের ভিসিএফ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান

420

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলার ২ নং বনযোগিছড়া ইউনিয়নের শুকনাছড়ি গ্রামের ১৪৫ নং বনযোগিছড়া মৌজার আওতাধীন আশিকা প্রকল্পের এর অর্থায়নে ভিসিএফ রিজার্ভ ফরেস্ট পরিদর্শন করেছেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা। রোববার সকালে চেয়ারম্যান পরিদর্শনে বের হন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,২নং বনযোগিছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা,৩ নং মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা,সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,ভিসিএফ প্রকল্পের সমন্বয়কারী সুভাষ দত্ত চাকমা,ফিল্ড ফ্যাসিলিটেটর রিতেশ চাকমা সহ উক্ত প্রকল্প কমিটির সদস্যবৃন্দ। পরিদর্শন শেষে ২নং বনযোগিছড়া ইউপি হলরুমে ১৪৫ নং হেডম্যান করুনাময় চাকমার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা উদয়জয় চাকমা এসময় বক্তব্য রাখেন ভিসিএফ প্রকল্পের সমন্বয়কারী সুভাষ দত্ত চাকমা সহ স্থানীয় চেয়ারম্যান ও ভিসিএফ এর সদস্য বৃন্দ।

উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা বলেন,এভাবে প্রত্যক গ্রামে বনসংরক্ষণ করা গেলে এলাকার লোকজন অর্থনৈতিক ভাবে স্বালম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন। ১৪৫ নং বনযোগিছড়া মৌজার হেডম্যান করুনাময় চাকমা বলেন,১৯৬৫ সালে ১২৬ একর জুড়ে এই রিজার্ভ ফরেস্ট টি সংরক্ষণের জন্য রাখা হয়েছে।বর্তমানে এই রিজার্ভ ফরেস্ট থেকে অনেক টাকা আয় আসবে বলে সকলকে জানান।