স্টাফরিপোর্ট- ৩১ মে ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে সভায় পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক শ্রীনগর শাখার ইফতার মাহফিল
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শ্রীনগর শাখার উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২৯ মে ২০১৮, মঙ্গলবার শাখাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সিনিয়র প্রশিক্ষক মুফতি সরোয়ার হোসাইন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শ্রীনগর শাখাপ্রধান মুহাম্মদ আব্দুল্লাহ্ সহ শাখার কর্মকর্তা, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।