স্মৃতি বিন্দু চাকমা- ২৩ জুন ২০১৮, দৈনিক রাঙামাটি: পিইডিপি-৩ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নিয়ে ২১ দিনব্যাপী লিডারশীপ প্রশিক্ষণ শনিবার সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। জুরাছড়ি উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময় ২৫ জন প্রধান শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অপারেশন শিক্ষা কর্মকর্তা কামরুল কাদের চৌধুরী,উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমুখ।
সনদপত্র বিতরণের সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পলিসি অপারেশন কামরুল কাদের চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, প্রান্তিক জনগোষ্টির শিক্ষার্থী এবং অভিবাবকদের সঠিক নেতৃতের¡ মাধ্যেমে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, জাতি গড়ার প্রধান কারিগড় হচ্ছে প্রাথমিক শিক্ষকবৃন্দ।প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। এই প্রশিক্ষণ শিক্ষকদের পাঠদান সহ বিদ্যালয় পরিচালনায় মূখ্য ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, প্রশিক্ষণ দক্ষতা কাজে লাগিয়ে আগামী দিনের শিশুদের সঠিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ দিয়ে সবাইকে সু-শিক্ষায় শিক্ষিত করা সরকারের অঙ্গীকার। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষকেরা শুধু বিদ্যালয়ে সীমাবদ্ধ নয়,তাদের সামাজিক প্রচারনার মাধ্যমে বর্তমান সময়ে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনগণকে সতর্কতা অবলম্বন বার্তা পৌছে দেওয়ার জন্য আহব্বান জানান তিনি।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।