॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি বার্ষিক সম্মেলন শুক্রবার (৯ই অক্টোবর) বিকালে প্রশান্তি পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তপন দাশকে সভাপতি, রমজান আলীকে সা. সম্পাদক ও ডালিয়া দাশকে মহিলা সম্পাদিকা করে ওয়াগ্গা ইউনিয়ন মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে।
কাপ্তাই উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।
ওয়াগ্গা ইউপি যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মাহাবুব আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা মৎস্যজীবী লীগের সা. সম্পাদক সুবাস দাশ, ওয়াগ্গা ইউপি আ.লীগ সা. সম্পাদক অমল কান্তি দে, কাপ্তাই ইউপি আ.লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর সহ আরও অনেকে।