কাউখালীতে পুষ্টি সমম্বয় কমিটির দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত

373

॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির(ইউএনসিসি) আয়োজনে নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিংর উপর ২দিন ব্যাপি এক প্রশিক্ষণ সোমবার অফিসার কল্যাণ ক্লাবে সমাপ্ত হয়েছে। উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির আয়োজনে রোববার সকালে কর্মশালাটি শুরু হয়। ২দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস-চেয়ারম্যান অংপ্রু মারমা, জেলা প্রাণী সম্পদ কার্য্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা বরুন কুমার দত্ত,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমি প্রু রোয়াজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, উপজেলা জণস্বাস্থ্য উ্প-সহকারী প্রকৌশলী ঝিমি চাকমা, পোয়াপাড়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা,জাতীয় ঈমাম সমিতি কাউখালী শাখার সভাপতি মাওলানা মোঃ গোলাম ফারুক,কাউখালী প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, বিজয় টিভি প্রতিনিধি মেহেদি হাসান সোহাগ, জুম ফাউন্ডেশন উপজেলা কো-অর্ডিনেটর সুপন চাকমা,জুম ফাউন্ডেশন উপজেলা ফ্যাসিলেলেটর জ্ঞান বিকাস চাকমা, জুম ফাউন্ডেশন লীন প্রকল্পের প্রতিনিধি ঊষাতন চাকমা সহ উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির(ইউএনসিসি) এর সকল সদস্য সদস্যাবৃন্দ।

প্রশিক্ষণ সহায়তায় ছিলেন জেলা পুষ্টি সমম্বয় কমিটি (ডিএনসিসি),সহযোগিতায় লিডারশীফ টু এনশিউর এডইকুয়েট নিউট্রিশন(লীন) প্রকল্প রাঙামাটি।