কাউখালীতে সাংবাদিকদের সাথে তথ্য অফিসের মতবিনিমিয়

691

p-4
॥ কাউখালী প্রতিনিধি ॥ বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্য্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে বিশেষ প্রচারণা কার্যক্রমের আওতায় রাঙামাটি জেলা তথ্য অফিস কাউখালীতে এক প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভার আয়োজন করে।

গতকাল বুধবার সকাল ১০টায় কাউখালী উপজেলা কৃষি অফিসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্য মোঃ আব্দুল করিম ও কাউখালী উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম।

সভায় কাউখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ মাহবুব, সাংবাদিক মোঃ জিয়াউর রহমান, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন ও জেলা তথ্য অফিসের কর্মচারী মোঃ দেলোওয়ার হোসেন।

আলোচনা সভায় জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্য্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসাবে সরকারের উন্নয়নমুলুক পরিপত্র পাঠ করে শোনানো হয়।