কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান

366

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি মামলায় ৪,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের এর মিশন হাসপাতাল এলাকা এবং কেপিএম এর কলাবাগান এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

এইসময় মেয়াদউর্ত্তীন পণ্য রাখা, স্বাস্থ্যসনদ বিহীন দোকান পরিচালনা এবং ফ্রিজে বাসি খাবার রাখার অপরাধে মিশন ঘাট এলাকার গাংচিল রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫১ এবং ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এইছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৪ জন পথচারীকে ১শ টাকা করে ৪শ টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।

এইছাড়া করোনা সচেতনতায় ইউএনও মাইকিং এর মাধ্যমে জনগণকে আবারোও সচেতন করেন। উক্ত অভিযান পরিচালনাকালে ইউএনও অফিসের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।