রাঙামাটিতে জাতীয় শিশু দিবস ঘিরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

278

P.1-1

॥ স্টাফ রিপোর্টার ॥ “মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্ঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শিল্পকলা একাডেমীতে এক বণার্ঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে ‘ক’, ‘খ’, ‘গ’ গ্র“ফে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বিকালে নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজ মিলে ৫০ জন শিক্ষার্থী এ প্রতিযেগিতায় অংশগ্রহণ করে। সকালে এ প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি এসময় প্রতিযোগিদের প্রতিযোগিতা উপভোগ করেন এবং প্রতিযোগীদের বুকে সাহস রেখে প্রতিযোগিতায় ভাল করার জন্য উজ্জীবিত করেন।