রাঙামাটি শহরে এবারও পাঁচ স্থানে ঈদ জামায়াত

482

॥ দীপ্ত হান্নান ॥

আসন্ন ঈদুল আজহায় রাঙামাটি কেন্দ্রীয় ঈদ জামায়াত কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবারও শহরে ৫টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, পৌরসভা সূত্র জানায়, রাঙামাটি শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে ঈদ জামায়াত আয়োজন এবং অনুকূল পরিবেশে ধর্মীয় রীতি পালনে এ সার্বিক প্রস্তুতি নেয়া হয়।

রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে মোট ৫টি ঈদ জামায়াতের আয়োজন সম্পন্ন করেছে। সম্প্রতি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদ জামায়াতের স্থান চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী তবলছড়ি কেন্দ্রীয় ঈদ জামায়াত সকাল ৮টায় ১ম ও ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে।

রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং ময়দানে সকাল সাড়ে ৮ টায়, বনরুপা আদালত ভবন প্রাঙ্গনে ৮টায় ১ম ও ৯টায় দ্বিতীয় জামায়াত, ভেদভেদী আমানতবাগ মাঠে সাড়ে ৭ টায় ১ম ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামায়াত, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সব কিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর। প্রতিকুল আবহাওয়ার কারণে নির্ধারিত স্থানে ঈদের জামায়াত করা না গেলে স্ব-স্ব মসজিদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।