|| কাপ্তাই প্রতিনিধি ||
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে কাপ্তাই উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে। সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজার, চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট, কেপিএম আবাসিক এলাকা, কলাবাগান, সিনেমা হল ও মিশন এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
এসময় দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় ৬ টি মামলায় ১ হাজার ২শ’ টাকা, দন্ডবিধির ২৬৯ ধারায় ৬ টি মামলায় ১ হাজার ২শ’, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭ টি মামলায় ২ হাজার টাকাসহ মোট ১৯ টি মামলায় সর্বমোট ৪ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, ৪১ বিজিবি টহল দল এবং আনসার সদস্যরা এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।