শীতকালীন শর্ট পিস ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দুরন্ত দুর্বার। রোববার রাতে রাঙাামটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনালে তারা লেকার্স স্কুলকে ৪০ রানে পরাজিত করে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মনোয়ার কবির।
এদিন অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের প্রধান আতিকুর রহমান, অধ্যাপক নুরুল করিম, সাবেক জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইদুল আলম সাইফুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ প্রমূখ।
টুর্ণামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করে দুরন্ত দুর্বার হিমেলের ৬৮ ও রিটনের ৪৪ রানের উপর ভর করে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। লেকার্সের সৌরভ নেন ৩টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হৃদয় ৭০ রান করেন।
বিজয়ী দলের জামিল নেন ২টি উইকেট। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় ও ব্যাটসম্যান হওয়ার কৃতিত্ব দেখান লেকার্স স্কুলের সৌরভ। তিনি সর্বোচ্চ ২১৬ রান ও ৯ উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে টুর্ণামেন্টে ১৬ উইকেট নিয়ে সেরা বোলার হন দুরন্ত দুর্বারের জামিল।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোহ থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। যুব সমাজ যত বেশি ক্রীড়া ও বিনোদনে ব্যতিব্যস্ত থাকবে ততবেশি সমাজ সুন্দর হবে, সৃশৃঙ্খল হবে।
উল্লেখ্য, জঙ্গিবাদ ও মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন, এ শ্লোগানকে সামনে রেখে কলেজ গেইট এলাকার কিছু উদ্যমি যুবক সন্ধ্যার পর যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে এ টুর্ণামেন্টের আয়োজন করে। এতে ১২টি দল অংশ নেয়।