অষ্টম দিনেও লকডাউন বাস্তবায়নে কঠোর নানিয়ারচর ইউএনও

331

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ২সপ্তাহের কঠোর লকডাউনের অষ্টম দিনেও কড়া অবস্থানে রয়েছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদর, পুরাতন বাজার, ইসলামপুর, বগাছড়ি, ১৭মাইল, ১৮মাইল ও বেতছড়ি বাজারে করোনা এবং পাহাড় ধ্বসে মাইকিং প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।

এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমানসহ পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে জুম্মার নামাজ আদায়, ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে পাহাড় ধ্বস ও করোনা মোকাবেলায় সতর্কতামূলক মাইকিং প্রচারণা এবং বগাছড়ি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমি ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহারের ৬টি ঘর পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এসময় ১৮৬০ এর ২৬৯ধারা অনুযায়ী বগাছড়ি এলাকার ১দোকানী ৩শত টাকা ও ৫জন পথচারীকে ৮০০টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।