কাউখালীতে মিডডে মিল উদ্বোধন করলেন জেলাপ্রশাসক

531

p-4

॥ কাউখালী প্রতিনিধি ॥ কাউখালী উপজেলার জুনুমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার প্রথমবারের মতো ছাত্র/ছাত্রীদের জন্য মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করলেন রাঙামাটি জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে এই মিড ডে মিল কার্যক্রমের সূচনা ঘিরে ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা জুনুমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক মোঃ মানজারুল মান্নান। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।

প্রধান অতিথি বিদ্যালয়ের ৩৫জন ছাত্র/ছাত্রীদের হাতে মিড ডে মিলের টিফিন বক্স তুলে দেন। উল্লেখ্য যে কাউখালী উপজেলায় এই প্রথম ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের আওতায় এলো। বিদ্যালয় দু’টি হলো জুনুমা ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম মনাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মফিজ আহাম্মদ, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা ও ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা কাউখালী থানা অফিসার ইনচার্য আব্দুল করিম সহকারী শিক্ষা অফিসার কৌশিক চাকমা মেম্বার মোঃ শরীফ উদ্দিন জুনুমা ছড়া সরকারী প্রাথমিক বিদ্যঅলয়ের প্রধান শিক্ষক নলীনি মোহন চাকমা।  সাংবাদিক মোঃ ওমর ফারুক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ ছাত্র/ছাত্রীদের অভিভাবকবৃন্দ।