কাপ্তাইয়ে বিভিন্ন সংগঠনের জাতীয় শোক দিবসের কর্মসূচি

442

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী এবং শোক দিবস উপলক্ষে  মঙ্গলবার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, সহকারী পুলিশ সুপার (কাপ্তাই) আসলাম ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত
হোসেন চৌধুরী, কর্ণফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী
প্রমুখ।

শোক দিবসের অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জাতির জনকের জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, তাই সোনার বাংলা গড়তে হলে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, যেমন তিনি একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা রেফাত উল্লাহকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়। এর আগে একটি শোক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আ’লীগ সহ সভাপতি দীপ্তিময় তালুদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। উপজেলা আ”লীগ সহ সভাপতি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, উপজেলা আ’লীগের সহ সভাপতি ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, যুগ্ম সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, মাকসুদুর রহমান মুক্তার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মনোয়ারা জাহান, যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সিদ্দিকি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুল কাদের মানিক, ছাত্রলীগ সভাপতি এম. নুর উদ্দিন সুমন, সম্পাদক এ.আর লিমন প্রমুখ। সাবেক ওয়াগ্যা  ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, শফিউল আলম খোকন, সাগর

চক্রবর্তী, মহিউদ্দিন পাটোয়ারী বাদল, মোশাররফ হোসেন সেলিমসহ আলোচনা সভায় আ’লীগ এবং এর অঙ্গ  সংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন  স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সংগঠনের নেতা কর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই জাতীয় বিদুৎ শ্রমিক লীগ (সিবিএ) এর উদ্যোগে কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্র এর সিবিএ অফিসে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করে। কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিবিএ সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪নং
কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমূখ।