কাপ্তাইয়ে মাদকের দায়ে ১ জনের কারাদন্ড

590

kaptai-pic-crime
॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামটির কাপ্তাইয়ে এক অভিযানে ইউরো বোতলের মধ্যে মদ ও গাঁজা রাখার দায়ে একজনকে আটক করে ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার রাতে তাকে আটকের পর সোমবার ভ্রাম্যমাণ আদালত এই আদেশ প্রদান করেন। সূত্র জানায়, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পের ই-ব্লক এলাকা হতে স্থানীয় মৃত আমিনুল্লার ছেলে মো. হানিফ উল্লাহ (৪৬) কে নিজ বাসা হতে মদ ও গাঁজাসহ আটক করা হয়।

আটকের পর সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে যুবককে গাজাঁ ও মাদক রাখায় দায়ে এক বছরের সশ্রম কারাদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত।এরপর তাকে রাঙ্গামাটি জেল হাজতে সোর্পদ করা হয়েছে বলেও জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদক রাখার অপরাধে স্থানীয় তাকে আটক করে আমার নিকট নিয়ে আসলে তাকে আইনানুযায়ী এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।