খড়গ মাথায় নিয়ে ঘুরছেন রাঙামাটির দুই উপজেলা চেয়ারম্যান

904

॥ আলমগীর মানিক ॥

গ্রেফতারের হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাঙামাটির দুই উপজেলার নবনির্বাচিত দুই চেয়ারম্যান। জেলার বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলার এই দুই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিপক্ষের করা হত্যা মামলার কার্যক্রম অনেকদূর এগিয়ে গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বাঘাইছড়িতে ইউপিডিএফ এর সক্রিয় কর্মী উদয় বিকাশ চিক্কোধন চাকমাকে হত্যার অভিযোগে তার স্ত্রী মিতা চাকমা বাদি হয়ে আদালতে ফৌজদারি অভিযোগের মাধ্যমে এই মামলা দায়ের করেন। এই মামলায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অন্যতম প্রধান হুকুম দাতা উল্লেখ করে এক নাম্বার আসামী এবং নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমাকে হত্যার সাথে সরাসরি জড়িত উল্লেখ করে ১৫ নাম্বার আসামী করা হয়েছে। সর্বমোট ৬৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত ২৭/০৩/২০১৯ ইং তারিখে নিহতের স্ত্রী মিতা চাকমা তার স্বামীকে হত্যার ঘটনায় সুদর্শন চাকমা সরাসরি জড়িত জানিয়ে এই হত্যার সাথে জড়িত আরো ৬৮ জনের নাম উল্লেখ করে রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি নালিশ করলে আদালতের নির্দেশনায় বাঘাইছড়ি থানা কর্তৃপক্ষ গত ২২/০৪/২০১৯ইং তারিখে এই মামলা রেকর্ড করে। বাংলাদেশ দন্ডবিধি: ১৪৭/১৪৮/১৪৯/১০৯/১১৪/৩০২/৩৪/৩৭৯ ধারায় বাঘাইছড়ি থানায় দায়েরকৃত মামলা নাম্বার হলো:০২। অত্যন্ত নীরবে দায়েরকৃত এই হত্যা মামলাটিতে ইউপিডিএফ এর মূল প্রতিপক্ষ এমএন লারমা আদর্শিক সংস্কারপন্থী হিসেবে পরিচিত জেএসএস’র প্রভাবশালী নেতাদেরকে বিবাদী করা হয়েছে।

আসামীরা হলেন, (১)সুদর্শন চাকমা,পিতা-মৃত পূর্নলাল চাকমা,মাতা-আশালতা চাকমা,সাং-বাবুপাড়া, বর্তমান ঠিকানা-মিলনপুর(২)রিপেল চাকমা(হিট) পিতা-লক্ষী চন্দ্র চাকমা,সাং-বঙ্গলতলী বি,ব্লক ৫নং ওয়ার্ড,৩৫নং বঙ্গলতলী ইউনিউন,(৩)তাতিন্দ্র লাল চাকমা ওরফে পেলে(৬৫),পিতা-মৃত দেব মোহন চাকমা, সাং-কামোক্ষ্য ছড়া ৬নং ওয়ার্ড, ২নং বোয়ালখালী ইউনিয়ন, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি। (৪) আংশুমান চাকমা(৫০), পিতা-ধীরেন্দ্র কিশোর চাকমা, সাং-বাবুপাড়া, থানা-বাঘাইছড়ি (৫) লক্ষী জীবন চাকমা(তুজিম)(৪৫), পিতা-তোলোন চাকমা(কার্বারী), সাং-রেতকাটামুখ ৪নং ওয়ার্ড, ৩৬নং সাজেক ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি, (৬)শ্যামল কান্তি চাকমা, পিতা-ইন্দ্র কুমার চাকমা, সাং-নাবিদা পাড়া, ৭নং ওয়ার্ড, ৩নং পানছড়ি ইউনিয়ন, খাগড়াছড়ি (৭)নবদ্বীপ চাকমা পিতা-চন্দ্র লাল চাকমা সাং-জীবতলী, মারিশ্যা ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি,রাঙ্গামাটি পার্বত্য জেলা (৮) জুপিটার চাকমা(৩৮), পিতা-পূর্ন কুমার চাকমা, মাতা-আলন্দ বালা চাকমা, সাং-উগলছড়ি,থানা-বাঘাইছড়ি (৯)জ্ঞান জীব চাকমা(৩৮), পিতা-অক্ষয় মনি চাকমা, গ্রাম-বালুখালি, ৯নং ওয়ার্ড, ৩৫ নং বঙ্গলতলী (১০)বৌদি চাকমা(বিকাশ)(৪৫) পিতা-মনো রঞ্জন চাকমা, সাং-উগলছড়ি, ৭নং ওয়ার্ড বাঘাইছড়ি ইউনিয়ন, (১১)মন মিলন চাকমা(৪৮),পিতা-হিরন মোহন চাকমা, সাং-মরা চেংগে, ১নং ওয়ার্ড ১নং সাবেক্ষং ইউনিয়ন (১২)উজ্জল কান্তি চাকমা পিতা-সুরেজ চাকমা সাং-নাগেল পাড়া, ৩নং বুড়িঘাট ইউনিয়ন (১৩)রুপন দেওয়ান (৩০),পিতা-মহানন্দ দেওয়ান, সাং-বতবিল, ২নং ওয়ার্ড, ৩নং বুড়িঘাট ইউনিয়ন (১৪)চয়ন চাকমা, পিতা-চোখকালা চাকমা, সাং-বেতছড়ি তালুকদার, ৮নং ওয়ার্ড নানিয়ারচর ইউনিয়ন (১৫) নানিয়ারচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রগতি চাকমা(করুনা কান্ত)(৪৮), পিতা ত্রিপুরা চরণ চাকমা, সাং-ভুই আদাম, ৫নং ওয়ার্ড, ২নং ঘিলাছড়ি (১৬)শুক্র কুমার চাকমা ওরফে (ভুলো), পিতা- আনন্দ মোহন চাকমা, সাং-হাজা ছড়ি পশ্চিম পাড়া,৪ নং ঘিলাছড়ি ইউনিয়ন১৭)বৌদিল কান্তি চাকমা(৫৫),পিতা-হেমন্ত লাল চাকমা,সাং-দক্ষিন মরাচেংগে,২নং ওয়ার্ড সাবেক্ষং ইউনিয়ন (১৮)কালাইয়ে চাকমা(জানং), পিতা-ঘনেশর চাকমা, মাতা-চিজি চাকমা(মিলেছ), সাং-মরিচাবন ছড়া, ১নং ওয়ার্ড ৩১নং মারিশ্যা ইউনিয়ন (১৯)খোকন চাকমা(খুকুমনি), পিতা-বিন্দু লাল চাকমা, সাং-মাচালং, ৫নং ওয়ার্ড ৩৬নং সাজেক ইউনিয়ন (২০) স্কোয়ার চাকমা(নিউটন)(৫৩), পিতা-চিকন লাল চাকমা(পাক্কপুনো) সাং-পুকুর পাড়া মাচালং, ৬নং চাকমা ৩৬নং সাজেক ইউনিয়ন (২১) চয়ন বিকাশ চাকমা(৪৭)চেয়ারম্যান, পিতা-পুষ্প লেন্দু চাকমা, সাং-কাঠালতলী চাকমা, ২নং বোয়ালখালী, দিঘীনালা (২২) নরেশ চাকমা(৫৫),পিতা-মৃত দ্বীনবন্ধু চাকমা, সাং-পুলিন হেডম্যান পাড়া,(২৩)স্বপন ত্রিপুরা(৫১),পিতা-অজ্ঞাত, সাং-বাবুপাড়া, দিঘীনালা, বর্তমান সাং-ফেনী, তবলছড়ি, মাটিরাঙ্গা (২৪)প্রশান্ত চাকমা (নিশিত) (৫৭), পিতা-মৃত সুখেন্দ চাকমা, সাং-থানাপাড়া, থানা-দিঘীনালা (২৫)সুরেশ কান্তি চাকমা, পিতা-মৃত: মরত্যা চাকমা, সাং-ঝগড়াবিল, ৯নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (২৬)বিশ্বমিত্র চাকমা(যুদ্ধ)(৩৫), পিতা-কিরন চাকমা, সাং-দক্ষিন হাগলাছাড়া, ৮নং ওয়ার্ড, ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (২৭)চিজিমুনি চাকমা, পিতা-শান্তি বিকাশ চাকমা,সাং-বালুখালী, ৯নং ওয়ার্ড, ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (২৮)সুমেন চাকমা পিতা-মৃত বিনয় কান্তি চাকমা, সাং-ঝগড়াবিল, ৯নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (২৯)মিহির কান্তি চাকমা পিতা-মৃত অনন্ত মনি চাকমা, সাং-বঙ্গলতলী বি ব্লক, ৫ নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৩০)বিবেকা রঞ্জন চাকমা,পিতা-মৃত জ্যোতিষ কুমার চাকমা,সাং-বঙ্গলতলী বি ব্লক, ৫ নং ওয়ার্ড ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন৩১)অম রতন চাকমা,পিতা-বড়চোগা চাকমা,মাতা-চঞ্চলা চাকমা।সাং-নল্বুনিয়া,২নং ওয়ার্ড ৩১ নং খেদারমারা ইউনিয়ন(৩২)সুদর্শন চাকমা,পিতা-পুষ্প শোভা চাকমা,সাং-দুলুবন্যা ৪ নং ডলুবন্যা ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন(৩৩)জগদীশ চাকমা পিতা-সতীশ চন্দ্র  চাকমা সাং-দুলুবন্যা ,৪নং ওয়ার্ড ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন(৩৪)যশোবন্ত চাকমা,পিতা-কুসুম বিকাশ চাকমা,সাং-বালুখালী, ৯নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৩৫)এলিন চাকমা(বাচ্ছাইয়ে)(৩০), পিতা-ঘনেশর চাকমা, মাতা-চিজি চাকমা,সাং-মরিচাবনছড়া, ১নং ওয়ার্ড ৩৩নং মারিশ্যা ইউনিয়ন (৩৬)আশিষ বরন চাকমা(চিবেচোগা)(৩২), পিতা-নীরেন্দ্র লাল চাকমা,সাং-বালুখালি, ৯নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৩৭)মিশন চাকমা, পিতা-চিরঞ্জীব চাকমা, সাং-বালুখালি ৯নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৩৮) জীবন চাকমা (জেকশন)(৩২), পিতা-মৃত নীল বরন চাকমা, সাং-নল বুনিয়া, ২নং ওয়ার্ড ৩১নং খেদারমারা ইউনিয়ন(৩৯)এ্যান চাকমা(৩৩), পিতা-ব্যাত্তা চাকমা, সাং-বঙ্গলতলী সুনিল কার্বারী পাড়া, ৩নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৪০)জ্ঞান সিন্দু চাকমা,পিতা-রঙ্গলাল চাকমা,সাং-বালুখালী, ৯নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন৪১) সমর বিজয় চাকমা পিতা-নির্মল কান্তি চাকমা, সাং-মগবান, ১নং ওয়ার্ড, ৩৪নং রূপকারী ইউনিয়ন(৪২)স্নেহ কুমার চাকমা, পিতা-মৃত বুজ্যাগুলো চাকমা, মাতা-উবোচুলি চাকমা,সাং-গূচ্ছোগ্রাম নোয়াপাড়া, ৪নং ওয়ার্ড ৩৬নং সাজেক ইউনিয়ন(৪৩)ধীরেন্দ্র চাকমা-৪২),পিতা-লক্ষী চন্দ্র চাকমা,সাং-বঙ্গলতলী বি ব্লক, ৫নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৪৪)জীবন চাকমা,পিতা-সুভাষ বসু চাকমা,সাং-শিশুতলী ১নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৪৫) রিকন্যা চাকমা, পিতা-শান্তি বিকাশ চাকমা, সাং-গোলকমাছড়া,৪নং ওয়ার্ড ৩৬নং সাজেক ইউনিয়ন(৪৬)আদর কুমার চাকমা পিতা-মৃত মত্তরঞ্জন চাকমা সাং-দাঙ্গাছড়া,৭নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৪৭)অশোক কুমার চাকমা (৫৫), পিতা-অজ্ঞাত,সাং-রাঙ্গাছড়া ৭নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৪৮)শান্তিপ্রিয় চাকমা(ভেগত্যা)(৩৫),পিতা-অশোক কুমার চাকমা,সাং-ডাঙ্গাছড়া ৭নং ওয়ার্ড ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন৪৯)রিপন চাকমা(৩৬),পিতা-পুতুলময় চাকমা,মাতা-শান্তিবালা চাকমা,সাং-কাট্টলী,৬ নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন ৫০)মনিষী চাকমা(৫০) পিতা-মৃত মিহির কুমার চাকমা, মাতা-সংযুক্তা চাকমা সাং-দক্ষিন হাগলাছড়া,৮ নং ওয়ার্ড ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন৫১)ননাধন চাকমা(৩৮), পিতা-রাজবিহারী চাকমা, সাং-কাট্রলী, ৬নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৫২)প্রভাত কুমার চাকমা(৩৫) পিতা-সত্যব্রত চাকমা সাং-কাট্রলী, ৬নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন৫৩)সুমন চাকমা(জারুল বিচি)(৩৮), পিতা-শান্তিময় চাকমা, সাং-জারুলছড়ি ১নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৫৪)উৎপল চাকমা, পিতা-লক্ষীমনি চাকমা, সাং-দক্ষিন হাগলাছড়া ৮নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৫৫)বনশান্তি চাকমা(৩০),পিতা-মতিরঞ্জন চাকমা সাং-দক্ষিন হাগলাছড়া, ৮নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৫৬)ভুষন চাকমা(ডুদোরবো)(৪৮), পিতা-হংসধর্ম চাকমা, সাং-যৌথখামার চাকমা, ৮নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৫৭)শিশির কান্তি চাকমা(৪০), পিতা-মৃত নন্দ কুমার চাকমা, সাং-কাট্রলী, ৬নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৫৮)চয়ন চাকমা(২৫),পিতা-বিষ্ণমনি চাকমা জয়ন্ত,সাং-উত্তরবঙ্গতলী, ২নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৫৯) নয়ন চাকমা(২৪), পিতা-ফ্লাগুন কুমার চাকমা,সাং-বঙ্গলতলী এ-ব্লক, ৩নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন(৬০)বিজয় চাকমা(মান্ন্যাবো)-৩১),পিতা-মৃত নিত্যলাল চাকমা,সাং-বঙ্গলতলী চাকমা সি ব্লক,৫ নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৬১)সতসিদ্ধ চাকমা(৪০),পিতা-অজ্ঞাত,সাং-উলুছড়ি, ৩১নং খেদারমারা ইউনিয়ন (৬২)সুমেন চাকমা-২৬)পিতা-মৃত-বিনয় কান্তি চাকমা সাং-ঝগড়াবিল, ৯নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৬৩) এলেন চাকমা-৩৩) পিতা-সুশিল কান্তি চাকমা সাং-বালুখালি,৯ নং ওয়ার্ড ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন (৬৪)প্রেমলাল চাকমা(২৫),পিতা-উত্তম কুমার চাকমা,সাং-বঙ্গলতলী সি ব্লক, ৫নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৬৫)অমর জীবন চাকমা(২৭),পিতা-উদয় কান্তি চাকমা, সাং-কাট্টলী, ৬নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৬৬) বঙ্গ চাকমা-৩২), পিতা-বিজয় চাকমা,সাং-যৌথখামার, ৮নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৬৭)অনুপ কুমার চাকমা(৫৫) পিতা-মৃত মুক্তলাল চাকমা,সাং-কদমতলী,৩ নং ওয়ার্ড মারিশ্যা ইউনিয়ন (৬৮)মহন্ত মনি চাকমা(৩০), পিতা-চন্দৌলাল চকমা(বেজাল্লে),সাং-বেতাগীছড়া,৭নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন (৬৯)কালাবী চাকমা(সুমেন্তু)(৩৫), পিতা-রাজ্যমনি চাকমা, সাং-চৌধুরী পাড়া বড়াদম, ৮নং ওয়ার্ড ১নং মেরুং ইউনিয়ন-দিঘীনালা উপজেলা।

সংশ্লিষ্ট্য সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমাকে অন্যতম প্রধান আসামী উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বাদি মিতা চাকমা উল্লেখ করেছেন, তার স্বামী উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কোধন ইউপিডিএফ এর একজন সক্রিয় সদস্য। তার স্বামী সাংগঠনিক কাজে বঙ্গলতলী বি ব্লকের নিজ বাড়ি থেকে বাহির হইয়া কিছুদূর অগ্রসর হলে রাজনৈতিক মতবিরোধের জেরে এক আসামীর নির্দেশে ৫ থেকে ৬৯ নং আসামীরা পূর্ব থেকে ওতঃপেতে থাকা অবস্থায় চিক্কোধনকে ঘিরে ফেলে বুকে, মাথায়, বাম হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা করে। এসময় আসামীদের সকলকেই মামলার বাদিনী চিনতে পেরেছেন বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। এদিকে এই মামলা সম্পর্কে জানতে চাইলে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, এটা সম্পূর্ন রাজনৈতিক একটি মামলা। প্রতিপক্ষ ইউপিডিএফ আমি ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে এধরনের অনেকগুলো ঘটনায় সম্পূর্ন রাজনৈতিক অবস্থান থেকে মিথ্যা ও সাজানো ঘটনাগুলোয় মামলা দিয়ে হয়রানী করছে। উক্ত হত্যাকান্ডের সাথে তিনি ও তার দল জড়িত নয় মন্তব্য করে জনাব সুদর্শন জানান, চিক্কোধনকে তার দল ইউপিডিএফ এর সন্ত্রাসীরাই হত্যা করেছে।