চন্দ্রঘোনা থানার অভিযানে চোলাই মদসহ আটক-১

372

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ রাইখালী টেকের মোড়ে অভিযান চালিয়ে চোলাই মদসহ ১ ব্যাক্তিকে আটক করেছে। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাও আটক করে পুলিশ।

চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত প্রায় সাড়ে ৯ টার সময় থানার এসআই মাহবুব ও এএসআই সাইফুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাইখালীর টেকের মোড়ে বিশেষ অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিক্সা (নং-চট্টগ্রাম-থ-১৪-০৭৩৮) আটক করে। এরপর অটোরিক্সার চালকের সীটের নিচ থেকে ছোট ছোট পলিথিনে মোড়ানো ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

পাচারকাজে জড়িত চালক মো. নূর ওয়াহিদুল প্রকাশ পংখি (২৪), পিতা- মো. নুর হাকিম, সাং- পশ্চিম ধলাই, ডাকঘরঃ এনায়েতপুর, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে আটক করা হয়। এব্যাপারে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।