জেলা পরিষদের অর্থায়নে ডলুছড়া মসজিদের নতুন ভবনের উদ্বোধন

451

॥ মো, ওমর ফারুক ॥

কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ডলুছড়া জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

শনিবার বিকাল ৩টায় নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান কাশঁখালী মৌজা কার্বারী মো, নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১নং বেতবুনিয়া মডেল ইউপির চেয়ারম্যান খইচাবাই তালুকদার, আ‘লীগ উপজেলা শাখার সাংঘঠনিক সম্পাদক ক্যাচিংমং মারমা, ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার মো,মনির উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো,মাইনুদ্দিন খোকা, আওয়ামীলীগ উপজেলা শাখার প্রচার সম্পাদক আলী হায়দার,যুবলীগ উপজেলা শাখার সভাপতি খ্যায়াং চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বেতবুনিয়া ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো,সুরুত আলী।অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মো, জাকির হোসেন,ছৈয়দুল আলম মেম্বার, মেম্বার মো, হেলাল উদ্দিন, সাধন বিকাস বড়ুয়া,ওহিদুল কবির সহ স্থানীয় আ‘লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সুশিল সমাজের লোকজন।

পরে সন্ধ্যা ৬টার সময় লুঙীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এ সময় তিনি বিদ্যালয় মাঠে একটি নারিকেল গাছের চারা রোপন করেন।

বিদ্যালয় হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেম্বার ক্যাথোয়াই মারমার সভাপতিত্বে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইনস্ট্রেক্টর মো, গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমা রানী সেন, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ধর্মমোহন চাকমা,ঠিকাদার মো, মনির উদ্দিন, আ‘লীগ নেতা মো‘মাইনুদ্দিন খোকা,আ‘লীগ নেতা মো,আলী হায়দার, মেম্বার মো, হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্টান সনচালনায় ছিলেন লুঙীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো,ফোরকান। নব নির্মিত বিদ্যালয় ভবনের অর্থায়নে ছিল প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তর ঢাকা। নির্মান সন ২০১৮-২০১৯ইং অর্থ বছর।