টেকসই সামাজিক সেবা প্রকল্পের উদ্যোগে হেলথ ক্যাম্প ও মা সমাবেশ

331

॥ বিহারী চাকমা ॥
পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের নোয়াদাম পাড়া কেন্দ্রে আয়োজিত হেল্থ ক্যাম্পে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বিরামহীনভাবে রোগী দেখলেন আর ব্যবস্থাপত্র দিয়ে গেলেন ডা. এসিনু মং। রাঙামাটি সদর হাসপাতালের পরিশ্রমী এ চিকিৎসকের দায়িত্বশীলতা ন¤্র ব্যবহারে মুগ্ধ হয়েছেন কাটাছড়ি নোয়াদাম গ্রামের সহজ সরল গ্রামবাসী হেল্থ ক্যাম্প আয়োজক কর্তৃপক্ষ। শনিবার সকালে রাঙামাটি পৌর এলাকার কাটাছড়ি এলাকার নোয়াদাম গ্রামে এ হেল্থ ক্যাম্প ও মা সমাবেশের আয়োজন করা হয়।

ওইদিন সকাল থেকেই ডা. এসিনু মং ঘন্টার পর ঘন্টা রোগী দেখেছেন তার মেডিকেল টিমের সদস্যদের সাথে নিয়ে ক্লান্তিহীনভাবে। নারী, শিশু, বৃদ্ধা, প্রতিবন্ধী, প্রসতি মা, গর্ভবতী মহিলা যারা হেল্থ ক্যাম্পে এসেছেন সকলেই ডা. এসিনু মং, মেডিকেল টেকনোলজিস্ট মনিনয়ন চাকমা ও মেডিকেল এসিস্ট্যান্ট রিনি চাকমা ধৈর্য্য সহনশীলতা ও ন¤্র ব্যবহারের প্রশংসা করছিলেন। মেডিকেল টিমের সদয় ও ভদ্র ব্যবহারে মুগ্ধ এলাকাবাসী।

অন্যদিকে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মঞ্জু মানস ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার জুলি চাকমা ও প্রকল্পের রাঙামাটি সদর উপজেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক তটিনী চাকমার সার্বক্ষনিক তৎপরতায় একটি সুন্দর ও সফল হেলথ ক্যাম্প হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কার্বারী ও মুরুব্বীরা। ইউনিসেফের সহায়তায় এই হেল্থ ক্যাম্প ও মা সমাবেশটি আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প রাঙামাটি সদর উপজেলা কার্যালয়।

শনিবার সকালে আয়োজিত হেল্থ ক্যাম্পে ৬৫ জনের রক্তগ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া ৪৭ জন রোগীকে ওষুধ ও ব্যবস্থাপত্র দেন ডা. এসিনু মং। সেবা গ্রহীতাদের মধ্যে ছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা, প্রতিবন্ধী কিশোর, গর্ভবতী মহিলা, প্রসুতি মা, কিশোরী ও নানা বয়সের শিশুরা।

পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের রাঙামাটি জেলা ব্যবস্থাপক মঞ্জু মানস ত্রিপুরা বলেন- পার্বত্য এলাকার গ্রামাঞ্চলের মানুষ যাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায় সে লক্ষে ইউনিসেফের সহায়তায় এ ধরণের প্রোগ্রাম করা হয়। গ্রামীন এলাকার মানুষের রক্তগ্রুপ নির্ণয় বিষয়টি অত্যন্ত প্রয়োজন। কার কখন রক্তের দরকার হয় তা কেউ জানে না। তাই প্রত্যেকের রক্তগ্রুপ যাতে জানতে পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে। সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত নিরলসভাবে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া ও রক্তের গ্রুপ নির্ণয় কাজে ধৈর্যের সাথে কাজ করায় মেডিকেল টিমের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাঙামাটি সদর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক তটিনী চাকমা জানান- টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতাভুক্ত এলাকা কাটাছড়ি নোয়াদাম পাড়াকেন্দ্রে আয়োজিত মা সমাবেশ ও হেলথ ক্যাম্পে ৪৭জন রোগীকে ওষুধ ও ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। এছাড়া ৬৫জন মানুষের রক্তগ্রুপ নির্ণয় ও শিশুদের ওজন পরিমাপ করা হয়েছে।

গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা দান, বিনামুল্যে রক্তগ্রুপ নির্ণয়, মা ও শিশু এবং কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার জন্য এ আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিসেফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় মানুষ।