দূর্গম পাহাড়ে সাস্থ্য সেবায় ট্যুর ফর সোস্যাল গুডস সিজন-২, তুরস্ক দূতাবাস এবং ব্লাডম্যান- এর যৌথ উদ্যোগ

197

WhatsApp Image 2022-09-08 at 21.38.10 (1)

১০ সেপ্টেম্বর ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের দুর্গম এলাকার মানুষদের হেলথ ক্যাম্প এবং টেলিমেডিসিনের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সেবা প্রদানে তুরস্ক দূতাবাস এবং বাংলাদেশী তরুণদের সামাজিক সংগঠন “ব্লাডম্যান” যৌথভাবে আয়োজন করেছে ‘ট্যুর ফর স্যোসাল গুডস’ সিজন- ২। ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তুর্কী দূতাবাসের “ট্যুর ফর সোস্যাল গুডস” সিজন-০২ এর শুভ উদ্ভোদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ম্যাক্স গ্রুপ এবং ভাইস চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়ালব্যাংক।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটির সাজেকসহ এমন ১২টি দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওয়তায় নিয়ে আসার পাশাপাশি হেলথক্যাম্প, বৃক্ষরোপণ, আবর্জনা পরিষ্কার ও ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রদান করা হবে।

সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি