নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক এক

383

॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥

নাইক্ষ্যংছড়ি-১১বিজিবির অভিযানে ১৯ হাজার নিষিদ্ধ ইয়াবাসহ আটক-১। নাইক্ষ্যংছড়ির উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর জামছড়ি এলাকায় বিজিবি এর অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায় সোমবার রাতে বিজিবি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলীর জামছড়ি এলাকায় সম্ভাব্য চোরাচালানী আগমন পথে ফাঁদ পেতে থাকে। গোপন সংবাদে ভিত্তিতে এক মাদক ব্যবসায়ী মায়ানমার ইয়াবা ব্যবসায়ীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি টহল দলের নিকটবর্তী স্থানে পৌঁছালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পলায়নরত অবস্থায় টহল দল আসামীকে আটক করে।

জিজ্ঞসাবাদে আটককৃত ব্যক্তি তার আঃ শুকুর (৩০), পিতা-সৈয়দ হোসেন, গ্রাম-জামছড়ি, পোষ্ট-চাকঢালা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান বলে জানায়। এ সময়ে উপস্থিত জনতার সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা সাদা শপিং ব্যাগ তল্লাশী করা হলে সর্বমোট ১৯,০৪২ (উনিশ হাজার বিয়ালি¬শ) পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

এদিকে বিজিবির অভিযানে আটক কৃত ইয়াবা সহ আসামি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে মামলা দায়েরের বিষয়টিনাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা নিশ্চিত করেছেন।