নানিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ল্যাবের উদ্বোধন

517

॥ স্টাফ রিপোর্টার ॥

আগামী প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের দৌঁড় গোড়ায় নিয়ে যেতে আমাদের সকলকে আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ।

তিনি বলেন, ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে আরো উন্নতি অর্জন করবে এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে আরো অধিকতর জ্ঞান অর্জন করতে পারবে। তিনি বলেন, দেশ এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। প্রাথমিক পর্যায় থেকে ছাত্র-ছাত্রীদের এই ধারায় নিয়ে যেতে আমাদের সকলকে কাজ করতে হবে।

সোমবার নানিয়ারচর উপজেলা মডেল সরকারিপ্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ দত্ত, বিদ্যালয় প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অভিভাবক ও নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।