পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটি সভা অনুষ্ঠিত

529

॥  (প্রেস বিজ্ঞপ্তি) ॥

মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭-১৮ অর্থ বছরের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটি সভা এই প্রথম ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  সভা কক্ষে অনুষ্ঠিত হল।

সভার শুরুতে সভাপতি বোর্ডের পরামর্শক কমিটি সভার সম্মানিত সকল সদস্যকে  ঢাকায় এ মিটিং এর উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় মূল আলোচ্য বিষয়গুলো মধ্যে ছিল চলতি বছরের ১৯ জুলাইয়ের মধ্যেঅনুষ্ঠিত পরামর্শক কমিটি সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা এর আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্তির জন্য নতুন স্কিম/প্রকল্প বাছাই ও বিবিধ আলোচনা।

২০১৭-১৮ অর্থ বছরের নতুন প্রকল্প কম নিয়ে চলমান প্রকল্প/স্কিমসমূহ সমাপ্ত করার উপর জোড় দেয়া হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার আর্থ-সামাজিক উন্নয়নে জন্য কাজ করে যাছে।

প্রত্যেক বছরের ন্যায় নতুন অর্থ বছরের শুরুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১৬ সদস্য বিশিষ্ট একটি পরামর্শক কমিটি রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে  পরামর্শক কমিটির সভা চেয়ারম্যান হন। তিন পার্বত্য জেলার তিনজন সার্কেল চীফ, তিন পার্বত্য জেলার তিনজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা তিনজন হেডম্যান এবং তিন পার্বত্য জেলার তিনজন বেসামরিক গণ্যমান্য ব্যক্তি এই পরামর্শ কমিটি সম্মানিত সদস্য।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মো: কামাল উদ্দিন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান জনাব তরুণ কান্তি ঘোষ (অতিরিক্ত সচিব), সদস্য-অর্থ জনাব শাহীনুল ইসলাম (যুগ্ম সচিব), সদস্য- বাস্তবায়ন জনাব মোঃ মনজুরুল আলম (যুগ্ম সচিব), সদস্য-পরিকল্পনা জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (যুগ্ম সচিব) এবং সদস্য প্রশাসন জনাব আশীষ কুমার বড়ুয়া (উপসচিব)। সভায় পরামর্শক কমিটি সভার সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মং রাজা জনাব সাচিংপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলার চাকমা সার্কেল চীফ এর প্রতিনিধি ১১৯ নং ভার্য্যাতলী মৌজা হেডম্যান জনাব থোয়াই অং মারমা (তিনি নিজেও একজন পরামর্শক কমিটি সদস্য), মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ¤্রাগ্য মারমা, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস.এম.চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুছ, খাগড়াছড়ি জেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জ্ঞান রঞ্জন ত্রিপুরা, বাঘাইছড়ি উপজেলা খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব অমলেন্দু চাকমা, রাঙ্গামাটি জেলা অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব বাদল চন্দ্র দে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য জনাব ভূবন মোহন ত্রিপুরা, রোয়াংছড়ি উপজেলা ৩১৬ নং বেতছড়া মৌজা হেডম্যান জনাব হ্লাথোয়াই হ্রী মারমাসহ বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের প্রকৌশলীগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।