বরকলে বঙ্গবন্ধুর স্মরণে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

393

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষিকী উপলক্ষ্যে বরকল উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে কুইজ প্রতিযোগিতা পুরুষ্কার বিতরণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা।

শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা,সুবলং
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুশান্তময় চাকমা,সাধারণ সম্পাদক মো, আবুল কালাম, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাসেদ,সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা,বরকল উপজেলা ছাত্রলীগ যুগ্ন-সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ জলিল,সাংগঠনিক সম্পাদক বেলাল খান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রনি হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে পাহাড়ে শিক্ষার বিপ্লব সাধিত হচ্ছে। সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, যতই দিন যাচ্ছে বঙ্গবন্ধুকে জানতে চাচ্ছে শিশু-কিশোররা। জাতির জনকের সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে শিক্ষা দিতে তিনি বড়দের প্রতি আহ্বান জানান। শিশু- কিশোররা যতই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে তাদের জ্ঞান ততই সৃষ্টিশীল হবে।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ১০ প্রতিযোগির হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিজয়ী ১০ জনের মধ্যে প্রথম স্থান করেন,রবকল রাগিব রাবেয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নতুন বিকাশ চাকমা, দ্বিতীয় স্থান করেন,জান্নাতুল ফেরদৌস মুন্নি,তৃতীয় স্থান করেন,এনায়েত আকন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সুইসিং মারমা,সঞ্চয় চাকমা,বিজয় চাকমা,মোঃ রাজিব হোসেন,যুবরাজ অধিকারী,সাগর মোল্লা,মোঃ রেজাউল ইসলাম,মিরাজ ইসলাম,বেলাল হোসেন,সাইফুল ইসলাম, পারভেজ আহম্মেদ রাসেল প্রমূখ।