বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করনের দাবিতে অবরোধ অব্যাহত

482

rajostali-pic-2

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করনের আদেশ পূর্ণবহাল না হওয়ায় সোমবার থেকে উপজেলায় অবরোধ পালন করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় তিন নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঙালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির আহবায় ঞোমং মারমা জানান, বাঙালহালিয়া কলেজ জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি বলেন, মঙ্গলবার হাট বাজারের দিন হওয়ায় আমাদের অবরোধ শীতল থাকলেও বুধবার থেকে আমাদের লাগাতার অবরোধ চলবে।

উল্লেখ্য বাঙ্গালহালীয়া কলেজটি গত ২৮ জুন প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয়করণ তালিকায় অন্তর্ভূক্ত হয়েছিল। কিন্তু কলেজটি জাতীয় করণের তালিকা থেকে চলতি বছরের ১১ নভেম্বর বাতিল হওয়ায় উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ বাঙালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির নামে দীর্ঘদিনে বিভিন্ন সভা-সমাবেশ পরবর্তী পূর্বঘোষিত সোমবার থেকে লাগাতার সড়ক অবরোধের মাধ্যমে কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন করে যাচ্ছে।