বান্দরবানে উচ্চ ক্ষমতার মর্টার ও রকেট লাঞ্চার উদ্ধার

387

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের বলিপাড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক উদ্ধারকৃত মর্টার ও রকেট লাঞ্চার নিষ্ক্রিয় করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) বান্দরবানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে বান্দরবানের থানচি উপজেলার তিন্দুমুখ দুর্গম এলাকায় বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, স্থানীয় সোর্স ও গোয়েন্দে তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বান্দরবান সেনা

রিজিয়নের আওতাধীন বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল আলম এর নেতৃত্বে একটি বিশেষ থানচির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটি মর্টার বম্ব ও দুটি আর এল (রকেট লাঞ্চার) এর গোলা উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী ধারণা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফলে এসব মর্টার বম্ব ও রকেট লাঞ্চার মাটিতে পুতে রেখে পালিয়ে যায়।

নিরাপত্তা বাহিনী বলছে, মাটিতে পুতে রাখা মর্টার বম্ব ও রকেট লাঞ্চার উদ্ধার ও নিষ্ক্রিয় করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। আগামীতেও নিরাপত্তা বাহিনী যেকোনো সন্ত্রাসী কর্মকান্ড ও সন্ত্রাসীদের নির্মূলে অভিযান অব্যাহত রাখবে।