মাইনীমুখ রাবেতা হাসপাতালে নাক কান গলা’র চিকিৎসা ক্যাম্প

484

p.....5

লংগদু প্রতিনিধি, ২৭ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার গরিব জনসাধারণকে স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রাবেতা হাসপাতাল মাইনীমুখের উদ্যোগে দুই দিনব্যাপী নাক, কান ও গলার অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার, সকাল আটটায় রাবেতা হাসপাতালে আয়োজিত অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন, বাংলাদেশ সেনাবাহিনী, সিএমএইচ এর ইএনটি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান লে. কর্ণেল(অব:) প্রফেসর ডা. মো. আব্দুল্লা হিল কাফি।

ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ঢাকা এ্যাপোলো হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আরিফ হোসেন হোসন ভূইয়া, ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালের এনসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নুরুল্লাহ, রাবেতা হাসপাতাল মাইনীমুখের মেডিকেল অফিসার ডা. সাবরিনা সাদিয়া, রাবেতা হাসপাতালের প্রজেক্ট কোঅডিনেটর মোহম্মদ সাইফুল্লাহ ও মার্কেটিং ম্যানেজার মাওলানা এএলএম সিরাজুল ইসলাম এসময় বিশেষভাবে সহযোগিতা করেন। উপজেলার বিভিন্ন এলকার দেড়শতাধিক গরীব রোগীকে স্বল্প মূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানান।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান