মাঝেরবস্তিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

29

॥ স্টাফ রিপোর্টার ॥

শহরের মাঝেরবস্তিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে মাঝেরবস্তি নববর্ষ উদযাপন পরিষদ। দীর্ঘ ৩১বছর যাবৎ চলা এ আয়োজন উপলক্ষে সোমবার সকালে তবলছড়ির মিনিস্ট্রিয়াল ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু করে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এরপর সকলের মাঝে পান্তা ইলিশ বিতরণ করে আয়োজকরা। এরআগে মিনিস্ট্রিয়াল ক্লাব মাঠে ফিতা কেটে শোভাযাত্রা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা উদ্বোধন করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক আলী রেজা।

এসময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিকেলে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

এতে মেয়র ছাড়াও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ছলিম উল্ল্যাহ সেলিম, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল জাব্বার, সদস্য সচিব জন ত্রিপুরা গৌরব, অর্থ সচিব তুষার আসাম মুন্না, উপদেষ্টা- নিরুপন ত্রিপুরা কালা, ইয়াসিন মাহমুদ খান, মো. মামুন, আবীর ঘটক এলভিন, নিজাম উদ্দিন পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কনসার্টে রাঙামাটির হাজারো তরুণ-তরুণী অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।