মৎস্য সপ্তাহ উপলক্ষে জুরাছড়িতে সংবাদ সম্মেলন

346

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে  জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কমৃকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা,  সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।এসময় দীপন চাকমা জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে সাংবাদিকদের সামনে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন।

কর্মসূচী মধ্যে রয়েছে ১৯ জুলাই র‌্যালীও পোনা অবমুক্তকরণ,২০জুলাই মৎস্য সেক্টরে বর্তসান সরকারে সাফল্য অগ্রগতি বিষয়ে আলোচনা সভা,২১জুলাই ফরমালিন বিরোধী অভিযান,২২জুলাই স্কুল কলেজের ছাত্র- ছাত্রীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা,২৩জুলাই হাটবাজারে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা,২৪জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে পুরস্কার বিতরণও সমাপনী অনুষ্ঠান করা হবে বলে অবহিত করেছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা বলেন,বর্তমান সরকারের ঘোষিত অনুযায়ী জাঁক নিধনের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান।