রাঙামাটিতে হিজরি নববর্ষ উদযাপনঃ রাষ্ট্রীয়ভাবে সাধারণ ছুটির দাবি

379

॥ স্টাফ রিপোর্টার ॥
হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রাঙামাটি জেলার উদ্যোগে আরবি বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা গাউছিয়া কমিটির সহযোগিতায় খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া কপ্লেক্সে শনিবার বিকেলে অনুষ্ঠিত বর্ষবরণের আয়োজন করেছে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রাঙামাটি জেলা। এসময় বক্তারা বলেন, অপসংস্কৃতির থাবায় সুস্থ ধারার সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পথে।

সমাজে সুস্থ ধারার সংস্কৃতির চর্চা হলে অনৈতিক কর্মকান্ডও কমে আসবে। বক্তারা আরো বলেন, দেশের অধিকাংশ সাধারন ছুটি হিজরি সনকে ঘিরে। তাই পহেলা মহররমকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন ও সাধারন ছুটি ঘোষনার দাবি জানান।

হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রাঙামাটি জেলার আহবায়ক এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী। হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সদস্য-সচিব ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বনরূপা জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল-ক্বাদেরী, জেলা গাউছিয়া কমিটির সদস্য হাজী মোঃ আবদুল করিম খান, জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সদস্য হাজী মোঃ নাছির উদ্দিন, শহীদ আবদুল আলী একাডেমির শিক্ষক মোঃ আলমগীর, প্রাক্তন শিক্ষক আবদুল জলিল মাষ্টার, তৈয়বিয়া আইডিয়া স্কুলের উপাধ্যক্ষ মোঃ মনসুর আলী, ব্যবসায়ী মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ তারেক আজিজ, মোঃ শহীদ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।