রাঙামাটির ৫টি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

383

নানিয়ারচর সংবাদদাতা

রাঙামাটি পৌরসভার ৫টি ঈদগাহে অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত। রোববার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী জানান, সারা দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, এবার রাঙামাটি পৌরসভার ৫টি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের সময়সূচীঃ তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানঃ তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৮.০০ টায় এবং ২য় জামাতঃ ৯.০০ টায় অনুষ্ঠিত হবে। রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (শহীদ আব্দুল শুক্কুর) ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বনরুপা আদালত ভবন মাঠ ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৮.০০ টায়, এবং সকাল ৯টায় ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে। ভেদভেদি আমানতবাগ মাঠ ঈদগাহ ময়দানে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৭.৩০ মিনিট এবং ২য় জামাত সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়াও শহরের পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে।

এসময় রাঙামাটি জেলা ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গনী চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।